Wed 06 June 2018 - 09:39am
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর বিদায়ী ও নবনিযুক্ত প্রধানের সাক্ষাৎ
Published by: super admin, banglarnari24.com
বিমানবাহিনীর বিদায়ী প্রধান চিফ এয়ার মার্শাল আবু এসরার এবং নবনিযুক্ত প্রধান চিফ এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী বিমানবাহিনীর নবনিযুক্ত প্রধানকে স্বাগত জানান এবং বিদায়ী প্রধানের দায়িত্ব পালনকালের প্রশংসা করেন। খবর বাসসের
ইহসানুল করিম আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বিমানবাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী যুগের সঙ্গে তাল মেলাতে একটি দক্ষ বিমানবাহিনী গড়তে তার দৃঢ়সংকল্পের কথাও পুনর্ব্যক্ত করেন।
বিমানবাহিনীর বিদায়ী প্রধান তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী বিমানবাহিনীর নবনিযুক্ত প্রধানকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনী আরো উন্নত-সমৃদ্ধ হবে।